স্যামসাং
২০২২ অর্থবছরে স্যামসাংয়ের মার্কেট শেয়ার ছিল প্রায় ২১ শতাংশ, যা এটিকে বিশ্বব্যাপী শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ডগুলির মধ্যে একটি করে তুলেছে। স্যামসাং তার গ্যালাক্সি স্মার্টফোন রেঞ্জের জন্য জনপ্রিয়। ২০২২ সালে তারা মার্কেটে এনেছে Galaxy S22 সিরিজের তিনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন- Galaxy S22 Ultra, S22+ এবং S22। এছাড়াও, তৈরি করেছে টাইযেন ওএস (Tizen OS) যা অ্যান্ড্রয়েড-ভিত্তিক স্মার্টফোনের বিকল্প হিসেবে কাজ করবে। স্মার্টফোন বাজারের মন্দার মধ্যেও, বিগত বছরে স্যামসাং বিশ্বব্যাপী, প্রায় ২৭ কোটি ৫০ লক্ষ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে যা প্রথম কোয়ার্টারের চেয়ে ৯ শতাংশ কম হলেও বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ড অ্যাপলকে টপকে তালিকার একদম শুরুতে জায়গা করে নিয়েছে।
অ্যাপল
১৯৭৬ সালে স্টিভ জবস এবং রোনাল্ড ওয়েনের প্রতিষ্ঠান অ্যাপল’র ডিভাইসগুলো স্মার্টফোনপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। স্বকীয় মডেল ও এডভান্স ফিচারের জন্য বাজারের যেকোনো স্মার্টফোনের চাইতে এগিয়ে আছে ব্র্যান্ডটি। তবে দাম যে খুব হাতের নাগালে তা কিন্তু নয়। পরিসংখ্যান বলছে নতুন মডেল এলেই পড়ে যায় পুরনো আইফোনের দাম।আর তাই তো গেল বছরে iPhone 14 এবং iPhone 14 Pro বাজারে আসার পরেই iPhone SE (2020), iPhone Xr, এবং iPhone 11 ছিল সর্বোচ্চ বিক্রিত ফোন। ২০২২ এ অ্যাপল প্রায় ২৩ কোটি ২০ লক্ষ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে এবং তৃতীয় কোয়ার্টারে মার্কেট শেয়ার ছিল প্রায় ১৭ শতাংশ। তাদের মার্কেট শেয়ার আগের তৃতীয় কোয়ার্টারের চেয়ে বৃদ্ধি পেলেও কিছুটা পিছিয়ে ছিল প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড স্যামসাং থেকে।
শাওমি
বিশ্বের দ্রুত বর্ধনশীল স্মার্টফোন কোম্পানির মধ্যে অন্যতম নাম শাওমি। ২০১০ সালে বাজারে আসা অপেক্ষাকৃত নতুন এই ব্র্যান্ডটি বিশ্বের অষ্টম বৃহত্তম স্মার্টফোন নির্মাতা পদটি দখল করে আছে বর্তমানে। শাওমির ফ্ল্যাগশিপ সাবব্র্যান্ড Redmi এবং Mi সিরিজের ফোনগুলোর জনপ্রিয়তা ভারত, চীন, ব্রাজিল, সিঙ্গাপুর, তুরস্ক এবং এশিয়ান দেশের বাজারে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে মোট ১৮ কোটি ৬০ লক্ষ ইউনিট স্মার্টফোনের চালান এবং ১৪ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে শীর্ষস্থানীয় মোবাইল ব্র্যান্ডগুলির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে প্রতিষ্ঠানটি৷
ওপ্পো
বিশ্বের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় ১০ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে ওপ্পো রয়েছে চতুর্থ স্থানে। ২০১১ সালে বাজারে আসা চাইনিজ ব্র্যান্ডটি নিম্ন, মধ্যবিত্ত কিংবা ধনী সকল গ্রাহকের কথা মাথায় রেখে তাদের পণ্য বাজারজাত করে থাকে। এর ফলে বাজারে দেরীতে প্রবেশ করেও বেশ ভালো স্থান তৈরি করে নেয় ব্র্যান্ডটি। ওপ্পো’র সর্বশেষ 5G ফ্ল্যাগশিপ লাইন হল Find X5, যা 2022 সালের প্রথম দিকে বাজারে এসেছিল। বিগত বছরের দ্বিতীয় কোয়ার্টারে ২ কোটি ৮২ লক্ষ সহ সর্বমোট ১৩ কোটি ৩০ লক্ষ ইউনিট স্মার্টফোন চালান করেছে প্রতিষ্ঠানটি।
ভিভো
শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ডগুলোর তালিকার সর্বশেষ ব্র্যান্ডটি হল ভিভো যেটির বর্তমান মার্কেট শেয়ার ১০ শতাংশ। ভিভো-ই প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন কোম্পানি যারা সম্প্রতি V9 মোবাইল সিরিজ লঞ্চ করেছে যা অ্যাপলের iPhone X-এর মতো নচ ডিসপ্লে রয়েছে। এছাড়া ওপ্পোর মতই ভিভো গ্রাহকদের চাহিদা এবং ক্রয়মূল্যের দিক বিবেচনা করে X,Y এবং Z সিরিজের স্মার্টফোন তৈরি করে থাকে। ২০২২ সালে এই স্মার্টফোন ব্র্যান্ডটি সারা বিশ্বে মোট ১৩ কোটি ২০ লক্ষ ইউনিট ফোন চালান করেছে।
আমাদের জানাতে ভুলবেন না এগুলোর মাঝে কোন ব্র্যান্ডটির স্মার্টফোন আপনি ব্যবহার করছেন।