
আলিবাবা
- homadmin
- September 18, 2023
- Business, Case Study, International Brands
- popular posts sidebar
- 0 Comments
ছয় ভাগে ভাগ হলো চাইনিজ ই-কমার্স গ্রুপ আলিবাবা। প্রায় এক বছর মিডিয়ার আড়ালে থাকার পর আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা ফিরে আসার পর পরই এই সিদ্ধান্তের কথা প্রকাশ করে ২৪ বছর বয়সী প্রতিষ্ঠানটি।
আলিবাবার বর্তমান সিইও ড্যানিয়েল ঝাং (Daniel Zhang) জানান, এই ছয়টি ব্যবসায়িক গ্রুপ ক্লাউড কম্পিউটিং, ই-কমার্স এবং লজিস্টিকসের মতো সেক্টরগুলোতে গুরুত্বারোপ করবে। এছাড়া এই নতুন গ্রুপগুলো বিনিয়োগকারীদের জন্য যেমন ব্র্যান্ডভ্যালু তৈরি করবে, পাশাপাশি পরিবর্তনশীল এই মার্কেটে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে আরোও সঠিকভাবে, এবং দ্রুততার সাথে।
ভাবছেন- কীভাবে কাজ করবে আলিবাবার এই ছয়টি গ্রুপ? জানাচ্ছি সেই কথাই।
1. Cloud Intelligence Group

কোম্পানির ক্লাউড এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কার্যক্রম পরিচালনা করবে এই গ্রুপ। এর হেড অব দ্য বিজনেস হিসেবে থাকছেন আলিবাবার সিইও ড্যানিয়েল ঝাং (Daniel Zhang) নিজেই। ইতোমধ্যে আলিবাবার নিজস্ব কনভার্সেশনাল চ্যাটবট নিয়ে কাজ করছে তারা, যা বহুল পরিচিত চ্যাটজিপিটির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা যায়।
2. Taobao & Tmall Commerce Group

Taobao এবং Tmall সহ কোম্পানির অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলোকে দেখভাল করবে এই গ্রুপ। ছয়টি ইউনিটের প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট ফান্ডরেইজিং এবং পাবলিক লিস্টিং করতে পারলেও সম্পূর্ণ মালিকানা আলিবাবার থাকায় ব্যতিক্রম থাকছে Taobao & Tmall Commerce Group। বর্তমানে তাওবাও-এর মার্কেটপ্লেসে ১.১ বিলিয়ন নিয়মিত ব্যবহারকারীর পাশাপাশি ৫০ হাজারের অধিক মার্চেন্ট এবং ২ লক্ষেরও অধিক ব্র্যান্ড রয়েছে। অপরদিকে, Tmall এর ৫০ কোটি কাস্টমারের পাশাপাশি ৫০ হাজারের অধিক চীনা এবং আন্তর্জাতিক মার্চেন্ট রয়েছে। এর মধ্যে লুই ভুইতোঁ, শ্যানেল, রিচমন্টসহ ২ শতাধিক লাক্সারি ব্র্যান্ড রয়েছে।
[https://www.tmogroup.asia/tmall-global/
https://ecommercechinaagency.com/tmall-global-vs-tmall-whats-the-difference/
https://www.alizila.com/taobao-global-to-incubate-365-smes-by-year-end/]
3. Local Services Group

আলিবাবার ফুড ডেলিভারি সার্ভিস Ele.me, লোকাল কমার্স প্লাটফর্ম Koubei সহ বেশ কিছু ডেলিভারি সার্ভিসের ম্যাপিংকে কভার করবে এই গ্রুপ। আর এর সিইও হিসেবে থাকছেন ইয়ু ইয়ংফু (Yu Yongfu)।
[https://www.alizila.com/alibaba-local-services-report-strong-user-growth-amid-business-integration/]
4. Cainiao Smart Logistics

আলিবাবার লজিস্টিক সেবাসমূহ দেখভাল করবে এই গ্রুপ। আলিবাবার ওয়্যারহাউজ ম্যানেজমেন্টসহ প্রতিষ্ঠানটির ৭৩ শতাংশ সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করবে তারা। ইতোমধ্যে এদের ৩ হাজারেরও অধিক লজিস্টিক পার্টনার রয়েছে। এই গ্রুপের সিইও হিসেবে থাকছেন ওয়ান লিন (Wan Lin)।
5. Global Digital Commerce Group

এই ইউনিট নিয়ন্ত্রণ করবে আলিবাবার আন্তর্জাতিক ই-কমার্স ব্যবসা। AliExpress, Lazada, Trendyol এবং Daraz এর মতো ব্র্যান্ড এর অন্তর্ভুক্ত। সেই সাথে Alibaba.com এর আন্তর্জাতিক হোলসেল প্ল্যাটফর্মও নিয়ন্ত্রণ করবে এই গ্রুপ।
6. Digital Media and Entertainment Group
আলিবাবার স্ট্রিমিং এবং চলচ্চিত্র ব্যবসা দেখভালের দায়িত্ব নিয়েছে এই গ্রুপ। এই ইউনিটের সিইও হিসেবে থাকছেন ফ্যান লুয়ুয়ান (Fan Luyuan)। UC প্ল্যাটফর্মসহ Damai, YOUKU এবং Quark এর মতো চীনা স্ট্রিমিং প্লাটফর্ম এর আওতাভুক্ত।
এই ছয়টি গ্রুপের অধীনে এখন থেকে পৃথকভাবে আলিবাবার সকল সেবা পাওয়া যাবে। বাইরে থেকে তাদের এক ছাতার নিচে মনে হলেও ভেতরের নিয়ন্ত্রণ আমূল পাল্টে গিয়েছে এমন সিদ্ধান্তের ফলে। আলিবাবা কি তাহলে নতুন এক মেইন্টেন্যান্স মডেল নিয়ে এসেছে বিশ্বের সামনে? এটা কতটা সফল এবং কার্যকর হবে আলিবাবার জন্য? উত্তর পাওয়া যাবে আগামী দিনগুলোতেই।