‘Dall-E’ এবং ‘ChatGPT’র বদৌলতেটেক দুনিয়ায় চলছেএআই-এর জয়জয়কার |
মাইক্রোসফট, অ্যাপল, গুগল এবং অ্যামাজনের মতো টেক জায়ান্টরা |
বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছেএসব এআই তৈরিতে |
ধারণা করা যায়২০২৫ সালের মধ্যে এআই-এর বাজার১৯,১০০ কোটি মার্কিন ডলারে পৌঁছাবে |
প্রতিযোগিতামূলক বাজারে কে থাকবে এগিয়ে- সেটাই এখন মূল প্রশ্ন |
বর্তমানের দুই টেক জায়ান্টমাইক্রোসফট এবং গুগলের মাঝে চলছেএআই নিয়ে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা |
মাইক্রোসফটের বিনিয়োগকৃতপ্রতিষ্ঠান ওপেনএআই… |
তাদের প্রোডাক্ট ChatGPT বাজারে ছাড়ার সাথে সাথেইতা ছড়িয়ে যায় পুরো ইন্টারনেট দুনিয়ায় |
প্রতিদ্বন্দ্বিতা করতেগুগলও নিয়ে আসে Bard |
গুগলের দাবী- এই এআই অদূর ভবিষ্যতে মানুষের মতোই কথোপকথন চালাতে পারবে |
তবে ‘Bard’ এখনও পরীক্ষামূলক অবস্থায় থাকলেও |
ChatGPT-র ব্যবহার মাইক্রোসফট তাদেরBing সার্চ ইঞ্জিনে ব্যবহার শুরু করে দিয়েছে |
এর ফলে প্রায় রাতারাতি বিং-এর ডেইলি ইউজার১০ কোটি ছাড়িয়ে গেছে |
যা গুগলের ডেইলি ইউজারের১০ শতাংশ |
সেই সাথে তারাশীঘ্রই বাজারে নিয়ে আসছে ‘GPT-4’ |
যা টেক্সটের পাশাপাশিইউজারের দেয়া ইমেজ থেকেওতথ্য সংগ্রহ করতে পারবে |
আর আগের সকল ভার্সনের তুলনায়জিপিটি-৪ উত্তর দেবে আরও নির্ভুলভাবেএবং দ্রুততম সময়ে |
আপনার কী মনে হয়? এআই প্রতিযোগিতার কেমন প্রভাব পড়বে আমাদের বাস্তব জীবনে? |
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স: কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে লড়াইয়ে বিশ্ব
Previous Articleকানাডা ও ২০২৬ ফিফা বিশ্বকাপ
Next Article ভবিষ্যতে সোশ্যাল মিডিয়া কেমন হবে